Thursday 5 February 2015

সুখ দুঃখের কাব্য

:::::::::::::::::::::::::::::::::::::::
====================
:::::::::::::::::::::::::::::::::::::::
সুখ দুঃখের কাব্য
রুহুল আমিন
[][][][][][][][][][][][][][][][][][][][][][][]
জানি, থামবে না তোমার মন এই মনের বাঁকে
বেদনার আগুন জ্বলছে এই বুকে
প্রিয়া, থাকো একা থাকো তুমি সুখে
একা একাই মরবো আমি ধুকে ধুকে

চাইবো না ভাগ তোমার সুখের
বলবো না কখনো ভাগ নাও এই দুখের
তুমি ছিলে আছো থাকবে হৃদয়ে আমার
দুঃখটাই হবে স্মৃতি এই হারানো প্রেমের

চাইবো না ভালোবাসা আসবো না আর
স্পন্দন তুমি এই বিক্ষত বুকের
জেনে রেখো তুমি পৃথিবী আমার
একটাই কাব্য তুমি এই ছেড়া বুকের পাতার।

No comments:

Post a Comment