Thursday 5 February 2015

ভালোবেসো ঐ পারে

ভালোবেসো ঐ পারে
মোঃরুহুল আমিন
========================
ও আমার ভালোবাসার বন্ধুরে-
ভালোবেসো একটু এই আমারে
আমার মরনের পরে।
ভাবছো তুমি এই আমারে,
পাবে কোন ধরণী পরে
আমার মরণের পরে।
যদি জমে এক বিন্দু মোর তরে,
তোমার ঐ সুন্দও হৃদয় মাঝারে,
যেও ঐ উঠানে গভীর রাতরে,
দেখবে ঐ আকাশে জ্বল জ্বল করে,
জ্বলছি আমি তোমার ভালোবাসার তরে।
ভালোবাসো আর না বাসো তুমি আমারে
আশা করি পাবো আমি তোমারে,
আমার আপন করে ঐ পরপারে।

সুখ দুঃখের কাব্য

:::::::::::::::::::::::::::::::::::::::
====================
:::::::::::::::::::::::::::::::::::::::
সুখ দুঃখের কাব্য
রুহুল আমিন
[][][][][][][][][][][][][][][][][][][][][][][]
জানি, থামবে না তোমার মন এই মনের বাঁকে
বেদনার আগুন জ্বলছে এই বুকে
প্রিয়া, থাকো একা থাকো তুমি সুখে
একা একাই মরবো আমি ধুকে ধুকে

চাইবো না ভাগ তোমার সুখের
বলবো না কখনো ভাগ নাও এই দুখের
তুমি ছিলে আছো থাকবে হৃদয়ে আমার
দুঃখটাই হবে স্মৃতি এই হারানো প্রেমের

চাইবো না ভালোবাসা আসবো না আর
স্পন্দন তুমি এই বিক্ষত বুকের
জেনে রেখো তুমি পৃথিবী আমার
একটাই কাব্য তুমি এই ছেড়া বুকের পাতার।

 সে পর

==========================
[][][][][][][][][][][][][][][][][][][][][][]
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
 [][][][][][][][][][][][][][][][][][][][][][]
 ==========================
সে পর
মোঃরুহুল আমিন
---------------------------------------------
গত রাতে স্বপ্নে দেখেছি হয়েছে যে সে পর
নেই কোন অধিকার তাহার উপর আর
বোঝেনি কখনো আমায় সে,বোঝেনি অন্তর
তাইতো আজ তার জন্য জীবন হয়েছে মন্থর

তাকে না পেয়ে যদি ছাড়তে হয় এই সংসার
পরের জনমে খোদা করো গো তাকে আমার
নয়তো পৃখিবীতে ফিরে আসবো আবার
শত জনমের সাধনা যে সে আমার

স্বপ্নের মতই হারাবো তাকে একদিন
পাবো না পাথরে গড়া তার ঐ মন
কি করে দেখবো,পর হবে তার আপন
তাই বলি হে খেদা কেড়ে নাও এই জীবন।
*****************************
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
*****************************

প্রেমের দীপক

প্রেমের দীপক
মোঃরুহুল আমিন
-------------------------------------
তুমি লাইলি মজনু আর শিরি ফরহাদের প্রেম-
ফাল্গুনী পূর্ণিমা আর সেই ভালোলাগার গান।
তুমি প্রিয়ার সাথে স্বপ্নের ভালোলাগার ঘুম,
পায়রা, তুমি আমার বনলতা সেন।

তুমি মমতাজ আর শাহ্জাহানের তজমহল-
সকালের পাখি,সোনা ঝরা সোনালী রোদ-
তুমি আমার ছিলে আছো থাকবে চিরকাল,
পায়রা,তুমি আমার আকাশে ফাগুণী পূর্ণিমা চাঁদ।

তুমি অঞ্জনা ললনা তুমিই প্রেমের প্রতীক
আধ ফোটা গোলাপ আর মুক্তঝরা শিশির
তুমি আমার প্রেমের দীপক
পায়রা, তুমিই শুধু ভালোবাসা আমার।

আজব মেশিন 

আজব মেশিন
 মোঃরুহুল আমিন
----------------------------------
পাঁচটি অঙ্গের আজব মেশিন
গড়েছো যে তুমি শাঁই
সেই মেশিনে খেলছো খেলা
তাহার হদিস কোথায় পাই

ছোট্ট একটা দম দিয়া
ছাড়ছো মেশিন ভবো পার
দমের তত্ত্ব জানবে কে শাঁই
এত বড় সাধ্য বা কার?

ইচ্ছা মত খেলছো খেলা
মেশিন দমের কারবারি
এই জগত যে তুমি হিনা
লবণ ছাড়া তরকারি

এক সেকেন্ডও বিশ্রাম নাই
নাই যে তোমার তাড়াতাড়ি
এই মেশিনটার দম ফুরালেই
ফিরবে দয়াল তোমার বাড়ি।

অভিমানী মন

====================================

অভিমানী মন
মোঃরুহুল আমিন
-------------------------------------
আমি বৈশাখী ঝড়ো হাওয়া-
তীরে আছড়ে পড়া উত্তাল ঢেউ!
এখন আামি প্রেমের কাঙ্গাল
ব্যাথা বোঝার মত নাই যে কেউ।

বিচুভিয়াসের লাভা আমি,
আগ্নেয় গিরির মহা বিস্ফোরন।
বুুকের ভিতর ছাই যে সবই
পুড়ে গেছে এই অশান্ত মন।

চৈত্রের কড়া রোদ আজ এই মনে
পুড়ে গেছে হৃদয়ের ভূমি
এক বুক ভালোবাসা তোমার তরে
কখনো বোঝনি আমায় তুমি।

চৈত্রের রৌদ থামবে একদিন
থামবে উত্তাল ঢেউ
পৃথিবী ছেড়ে চলে যাব
খুঁজে পাবে না আমায় কেউ।

একা

প্রেমের বসন্ত

=========

 


গোধুলির বেলায়
===========
গোধুলির বেলায়
মোঃরুহুল আমিন
[][][][][][][][][][][][][][][][][][][][][]
দেখেছিলাম ঐ গোধুলির বেলায়
নেমেছিলো চাঁদ পথের ধুলায়
ভরেছিলো পথ তাই পূর্ণিমায়
উঠেছিলো চাঁদ তখন দিনের আলোয়।

সাদাকালো দিন হলো রঙিন
বেদনার কালো আজ হয়েছে মলিন
প্রাণ হীন দেহে যেন ফিরে এলো প্রাণ
মনে মনে বাজে তাই তাহারই গান।

সবই যে আজ ভালো লাগে যেদিকে তাকাই
জানি না কি যাদু করেছে চাঁদটা আমায়
তাইতো তাকে নিয়ে গান গেয়ে যায়
হৃদয় আকাশে তাকে দিয়ে ঠাই।
প্রেমের মাতাল
---------------
প্রেমের মাতাল
মোঃরুহুল আমিন
[][][][][][][][][][][][][][][][][][][][][]
প্রেমের নেশায় মাতাল আমি
তাই পৃথিবী জেনেছে সে কথা
আমার ভালোবাসা শুধু তুমি
তোমার মাঝেই সব পূর্ণতা।

মাতলামি ঢেকে রাখা যায় না
ঢেকে রাখা যায় না প্রেমের পাগলামি
তাইতো তারায় তারায় রটে গেছে
প্রেমের নেশায় মাতাল আমি।

যখন চোখ রাখি মনের আয়নায়
দেখি তোমার ঐ মুখ
মাতলামি তখন আরো বেড়ে যায়
সুখের ছোয়ায় ভরে যায় বুক।
*************************
গল্পের অদৃশ্য মেয়ে
----------------------

গল্পের অদৃশ্য মেয়ে
মোঃরুহুল আমিন
--------------------------------
কিছু দৃশ্য আর কিছু অদৃশ্য
কিছু স্বপ্ন আর কিছু কল্পনা দিয়ে
জীবন আমার এক বাস্তব গল্প
যে গল্প সাঁজিয়েছি শুধু তাকে নিয়ে।

বাস্তব দৃশ্যে আমি মানুষ
বেঁচে আছি অনেক স্বপ্ন নিয়ে
এই বাস্তব গল্পে চলে আসে সেই
গল্পের অদৃশ্য মেয়ে ।

যখন বিভোর থাকি ঘুমের ঘোরে
নিরবে আসে সে স্বপ্নের সিঁড়ি বেয়ে
গোপনে বসত করে এই অন্তরে
সেই গল্পের অদৃশ্য মেয়ে।


আমার এই রাস্তব গল্পে আসল চরিত্র সে
গল্পের যত কথা গান কবিতা তাকে নিয়ে
সে যদিও নেই আমার বাস্তব জীবনে
তাই তো সে গল্পের অদৃশ্য মেয়ে।